শেষ দুই ঘণ্টার লেনদেনে দরপতন

শেষ দুই ঘণ্টার লেনদেনে দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এ সময়ে বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচক কমে যায় দুই স্টক এক্সচেঞ্জে। তবে এর আগ পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি প্রবণতা দেখা যায়। লেনদেনের ১৫ মিনিটের মাথায় সূচক ৪২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ৫৫ মিনিটে কিছুটা কমে সূচক বাড়ে ২ পয়েন্ট। বেলা একটায় দেখা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮.৬২ পয়েন্ট বেড়ে ৫৮২১.৪৪ পয়েন্টে দাঁড়ায়। এর পর থেকে সূচক নিম্নগামী হতে শুরু করে, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬.৬৪ পয়েন্ট কমে ৫,৭৭৬.১৮ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৪৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি।
আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও এনবিএল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ৫৫.৪৮ পয়েন্ট কমে ১৬০৩৩.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতেও আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা একটার পর থেকে সিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতা শুরু হয়ে বাকি সময় অব্যাহত থাকে।
সিএসইতে হাতবদল হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা কম।

No comments

Powered by Blogger.