‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডে’র বিরুদ্ধে আদালতে গিগস

নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগটা আগেই ছিল। তারা নাকি সেলিব্রেটিদের ই-মেইল, মুঠোফোন হ্যাক করে তাদের ব্যক্তিগত বিষয়াদি ছাপার অক্ষরে চাউর করে দেয়। বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে অনেকেই মামলা করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং দ্বিগুণ উত্সাহে নিউজ অব দ্য ওয়ার্ল্ড তাদের কর্মকাণ্ড চালিয়েই গেছে।
এ পত্রিকাটির বিরুদ্ধে এবার চটেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রাইয়ান গিগস। তিনি অভিযোগ করেছেন, পত্রিকাটি তাঁর মুঠোফোন হ্যাক করেছে। তিনি পত্রিকাটির বিরুদ্ধে একটি মানহানির মামলাও ঠুকে দিয়েছেন।
অনেক দিন আগে থেকেই রাইয়ান গিগসের মুঠোফোন হ্যাক করা হচ্ছিল। সময়টা ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে। গত মাসে গিগস আদালত থেকে একটি স্থগিতাদেশ লাভ করেন, সেখানে গিগসের মুঠোফোন হ্যাকের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।
গিগস মামলা করার পরপরই লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ ব্যাপারে তাদের তদন্ত শুরু করেছে।
গিগসের টিমমেট ওয়েইন রুনি জানিয়েছেন, কিছুদিন আগে তিনি গোয়েন্দাদের কাছ থেকে একটি ফোন পান। সেখানে গিগসের ব্যাপারটি নিয়ে তাঁকে কিছু প্রশ্ন করা হয়।
২০০৭ সালে একজন অভিনেত্রীর মুঠোফোন হ্যাকিংয়ের দায়ে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের দুজন সাংবাদিককে স্বল্পমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

No comments

Powered by Blogger.