দশ দলের বিশ্বকাপের পক্ষে হেইডেন

আগামী বিশ্বকাপ ক্রিকেটে দলের তালিকা থেকে সহযোগী সদস্যদের ছেঁটে ফেলার যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে আইসিসি। সিদ্ধান্তটি ক্রিকেটের ‘ছোট দল’গুলোর পছন্দ না হলেও সিদ্ধান্তটি তাদের মেনে নিতেই হচ্ছে। কারণ, ‘ক্রিকেট এলিট’দের বেশির ভাগই যে আইসিসির এ সিদ্ধান্তের পক্ষে রয়েছেন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি শারদ পাওয়ার অবশ্য সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করে দেখার কথা বলেছেন। আইসিসির এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সহযোগী সদস্যরা আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়বে বলেই জানিয়েছে আইসিসি।
বিশ্বকাপ ক্রিকেট ১০ দলের হলে তাতে স্বাভাবিকভাবেই টেস্ট খেলুড়ে ১০টি দেশই অংশগ্রহণ করবে। এতে সুযোগ হারাবে এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা আয়ারল্যান্ড। তবে আয়ারল্যান্ডের মতো পারফর্মিং সহযোগী সদস্যদের প্রতি সহানুভূতিশীল হলেও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন মনে করেন, ‘১০ দলের বিশ্বকাপের চিন্তা করে আইসিসি সঠিক সিদ্ধান্তই নিতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি জানি এ সিদ্ধান্তের সবচেয়ে বড় বলি হবে আয়ারল্যান্ড। তারা এবারের বিশ্বকাপে সত্যিই দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তবে আমি মনে করি, বিশ্বকাপ অবশ্যই ক্রিকেটের প্রধান দলগুলোকে নিয়ে হওয়া উচিত।’

No comments

Powered by Blogger.