রহস্য গল্প- 'আসল খুনি' সৌজন্যে কিশোরকন্ঠ

‘তাহলে আপনার সামনেই ঘটে ঘটনাটা?’
 
‘না, আসলে ব্যাপারটা ঠিক তা নয়।’ খুদে গোয়েন্দা রাসেল মাহফুজের প্রশ্নের জবাব দিলেন আওয়াল সাহেব।
‘রাসেল মাহফুজকে আরেকবার ঘটনাটা দয়া করে খুলে বলবেন?’ আওয়াল সাহেবকে অনুরোধ করলেন ইন্সপেক্টর শাকিল মাহমুদ।
‘অবশ্যই…’ বলতে শুরু করলেন আওয়াল সাহেব, আর তখনই টেপরেকর্ডারটা চালু করলো রাসেল মাহফুজ। ‘আমার ছোট ভাইয়ের মেয়ের জন্মদিন আগামী বৃহস্পতিবার। তার জন্য কেকের অর্ডার দিতে যাচ্ছিলাম দোকানে। আমিই ড্রাইভ করছিলাম গাড়িটা। গাড়ির ব্যাটারির অবস্থা ভালো নয় সন্দেহ করেছিলাম আগেই! কিন্তু সেদিনই ডাউন হয়ে যাবে ভাবিনি। ফিরে আসার সময়ই ডাউন হলো ব্যাটারি। আর ডাউন হবি তো  একেবারে মমিন সাহেবের বাড়ির সামনে। কড়া রোদে রাস্তা একদম ফাঁকা। সৌভাগ্য যে পাশেই ফোন বুথ ছিল। সেখান থেকে টেলিফোন করে ড্রাইভারকে বললাম দ্বিতীয় গাড়িটা নিয়ে ওখানে চলে আসতে। সময় কাটানোর জন্য গাড়িতে গিয়ে বসলাম। গাড়ির রেডিওটা ছেড়ে গান শুনতে লাগলাম। এমন সময় পর পর দু’টো গুলির শব্দ শুনতে পেলাম। তারপর মমনি সাহেবের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখলাম তার ভাইকে। আমি আর দেরি না করে দৌড়ে চলে গেলাম মমনি সাহেবের বাসার ভেতরে। দেখলাম, মেঝেতে পড়ে আছে মমিন সাহেবের গুলিবিদ্ধ প্রাণহীন দেহ। সম্ভবত তাঁর সম্পত্তির লোভেই কাজটা করেছে তাঁরই ভাই। দেশের অবস্থা যে কী হ…’
‘আসলেও দেশের অবস্থা তেমন ভালো নয়।’ আওয়াল সাহেবের কথাটা কেড়ে নিল রাসেল মাহফুজ। ইন্সপেক্টরকে বলল, ‘কি হলো ইন্সপেক্টর সাহেব! এখনও বসে আছেন যে? অ্যারেস্ট করুন আওয়াল সাহেবকে। ইনিই তো খুনি।’
পাঠকদের বলতে হবে, রাসেল মাহফুজ কিভাবে বুঝল যে আওয়াল সাহেবই খুনি।
 গল্পের রহস্যভেদ
মামা যেহেতু পশ্চিম দিকে মাথা রেখে শোন, সেহেতু মাথার উপরের জানালা পশ্চিম দিকে হবে। সূর্য ওঠে পুব দিকে। তাহলে ভোরবেলায় পশ্চিম দিকের জানালার ভেতর দিয়ে সূর্যের আলো আসার কথা নয়।
======================
আলোচনা- 'নজরুল গবেষক শাহাবুদ্দীন আহমদ' by শরীফ আবদুল গোফরান  ফিচার- 'মোরা বড় হতে চাই' by আহসান হাবীব ইমরোজ  ইসলামী গল্প- 'সেনাপতির নির্দেশ' by কায়েস মাহমুদ  ইসলামী গল্প- 'বয়ে যায় নিরন্তর' by কায়েস মাহমুদ  ইসলামী গল্প- 'ভালোবাসার বিশাল' by আকাশ কায়েস মাহমুদ  গল্প- 'একজন ভোলা চাচা' by দিলারা মেসবাহ  গল্প- 'বীথির ভাবনা' by হেলাল আরিফীন গল্প- 'স্বপ্ন' by তাওহীদুর রহমান গল্প- 'আবিরের মাধবী লতা' by নিয়াজুল হাসান জুয়েল মোল্লা  ফিচার- 'ঝাড়ুদার মাছ' by আরিফ হাসান  গল্প- 'এগিয়ে যাবার স্বপ্ন' by মাহফুজা জাহান তাকিয়া  গল্প- 'লাল ফ্রক' by আবু রায়হান মিকাঈল  প্রবন্ধ- ‘আর নয় শিশুশ্রম' by জাকারিয়া হাবিব পাইলট  কিশোর ফিচার- 'আমার ঘুড়ি আকাশ জুড়ি' by মাসুম কবির কিশোর ফিচার- 'চাই চীনাবাদাম' by শরিফুল ইসলাম ভূঁইয়া  আলোচনা- 'ধর্মীয় আবেগের আচ্ছাদনে রাজনীতি' by এবিএম মূসা অদ্ভুত ফিচার- 'সাপের সঙ্গে বসবাস'  কিশোর আলোচনা- 'দুর্ভাগা হিরোশিমা-নাগাসাকি' by মীর আমজাদ আলী কল্পিত বিজ্ঞান কাহিনী- 'আবিষ্কার কাজী' by মাসুম বিল্লাহ  কল্পিত বিজ্ঞান কাহিনী- 'ছায়াহীন আগন্তুক' by আমিনুল ইসলাম আকন্দ  কল্পিত বিজ্ঞান কাহিনী- 'জায়ান্ট হান্টার' by মহিউদ্দিন আকবর  গল্প- 'হাসে বাঁকা চাঁদ' by আহসান হাবিব বুলবুল  গল্প- 'বড়বাড়ির জঙ্গলে' by শরীফ আবদুল গোফরান

কিশোরকন্ঠ এর সৌজন্যে

এই গল্প'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.