ইসলামী গল্প- 'ভালোবাসার বিশাল' by আকাশ কায়েস মাহমুদ

আমাদের রাসূল (সা)।
প্রাণপ্রিয় রাসূল (সা) ছিলেন একেবারেই এতিম।
এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট।

জীবনের কষ্ট।
কাজের কষ্ট।
তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে।
ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল (সা) সকল সময় থাকতেন ব্যাকুল।
তাদের প্রতি ছিল তাঁর বিশাল হৃদয়।
আকাশের মতো, তার চেয়েও বিশাল।
বিশাল ছিলো তাঁর মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান। মমতার ঢেউ।
সেই ঢেউ আছড়ে পড়তো নবীর (সা) চারপাশে। সকলের হৃদয়ের দু’কূল ছাপিয়ে যেত রাসূলের (সা) ভালোবাসার কোমল তুষারে।
মানুষের প্রতি মানুষের ভালোবাসাসেতো এক মহৎ গুণ!
মানুষকে ভালোবাসতেন রাসূল (সা) মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে।
কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূলের (সা) ভালোবাসার মাত্রাটা ছিল অনেক-অনেক গুণে বেশি।
যার কোনো তুলনাই হয় না।
সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূলের (সা) জীবনেই।
তাঁর জীবন-ইতিহাসের পাতায় পাতায়। লাইনে লাইনে। অক্ষরে অক্ষরে।
সে সবই আমাদের জন্য হীরকসমান। আলোকসমান।
তা যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়।
এতো আমাদের সকলেরই জানা। তবুও আর একবার স্মরণ করি সেই এক ঈদের কথা!

ঈদ মানেই তো খুশি আর খুশি। আনন্দের ঢল।
সবার জন্যই চাই ঈদের আনন্দ। সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়।
যেমন রাসূলের (সা) সময়ে এক ঈদে, নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজী (সা)। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু।
এই খুশির দিনেও কান্না! অবাক হলেন রাসূল (সা)।
তাঁর হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়লো।
রাসূল (সা) ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন।
শিশুটি বললো, আমার আব্বা-আম্মা নেই। কেউ আমাকে আদর করে না। কেউ আমাকে ভালোবাসে না। আমি কোথায় যাবো?
এতিম নবী রাহমাতুল্লি­ল আলামিন।
ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠলো নবীজীর (সা) কোমল হৃদয়। জেগে উঠলো তাঁর মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন।
হযরত আয়েশাকে (রা) ডেকে বললেন,
হে আয়েশা! ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা (রা)। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন।
রাসূল (সা) ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা-মাতা। আমরাই তোমার অভিভাবক। কি, খুশি তো!
রাসূলের (সা) কথা শুনে ছেলেটির চোখেমুখে বয়ে গেল আনন্দের বন্যা।
এই ছিল এতিমের প্রতি রাসূলের (সা) ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত!
রাসূল (সা) শুধু এতিমদের প্রতিই যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয় তিনি তাঁর অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি।
মায়া-মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন।
তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনোপ্রকার দুঃখ না থাকে দয়ার নবী (সা) সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ।
রাসূলের (সা) দু’জন খাদেম বা চাকর ছিলেন। একজন হযরত যাইদ ও আর একজন হযরত আনাস (রা)।
তাদের সাথে রাসূল (সা) কখনোই মনিবসুলভ আচরণ করতেন না।
কড়া ভাষায় কথা বলতেন না।
খারাপ ব্যবহার করতেন না।
মেজাজ দেখাতেন না।
আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না।
বরং আপন পরিবারের সদস্যদের মতই তাদের সাথে ব্যবহার করতেন।
একই খাবার খেতেন।
একই ধরনের জীবন-যাপন করতেন।
কী আশ্চর্যের ব্যাপার!
আজকের দিনে যা কল্পনাও করা যায় না।
হযরত যাইদের (রা) কথাই বলি না কেন!
ছোট্টবেলায় তিনি মা-বাপ থেকে হারিয়ে যান।
আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূলের (সা) ঘরে।
যখন তার পিতা-মাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূলের (সা) কাছে।
তারা তাকে নিয়ে যেতে চায়।
রাসূল (সা) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতা-মাতার সাথে যাবে?
যাইদ (রা) সাথে সাথেই বললেন, রাসূলের (সা) কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি, তাঁর কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাঁকে ছেড়ে আমি যেতে পারবো না।
না, কখনোই যাবো না।

হযরত আনাস (রা)।
তিনি আট বছর বয়সে রাসূলের (সা) খেদমতে এসেছিলেন।
দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসূলের (সা) খেদমত করেছিলেন।
সেই হযরত আনাস (রা) বলেন,
দীর্ঘ দশ বছর রাসূলের (সা) খেদমত করেছি। কিন্তু এই দশ বছরের মধ্যে কোন একটি দিনও রাসূল (সা) আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি।
এমনই ছিল রাসূলের (সা) আচার-ব্যবহার।
এমনই ছিল তাদের প্রতি তাঁর হৃদয়ের ভালোবাসা।
এমনই ছিল তাঁর উদারতা। ছিল দয়া ও মমতার অসীম সাগর।
সাগরের চেয়েও অধিক।
রাসূলের (সা) মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের।
যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ। মমতায় টইটম্বুর।
যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত। সাগরের চেয়েও বিশাল।
এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূলের (সা) শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের।
এ জন্যই আমাদের রাসূলের (সা) আদর্শ অনুসরণ করতে হবে।
তাঁর পথেই চলতে হবে।
তাঁর শিক্ষাই গ্রহণ করতে হবে।
তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন।
এসো, আমরা রাসূলকে (সা) ভালোবাসি।
তাঁর শিক্ষা গ্রহণ করি।
তাঁর আদর্শ অনুসরণ করি। তাঁরই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি।
==========================
গল্প- 'একজন ভোলা চাচা' by দিলারা মেসবাহ  গল্প- 'বীথির ভাবনা' by হেলাল আরিফীন গল্প- 'স্বপ্ন' by তাওহীদুর রহমান গল্প- 'আবিরের মাধবী লতা' by নিয়াজুল হাসান জুয়েল মোল্লা  ফিচার- 'ঝাড়ুদার মাছ' by আরিফ হাসান  গল্প- 'এগিয়ে যাবার স্বপ্ন' by মাহফুজা জাহান তাকিয়া  গল্প- 'লাল ফ্রক' by আবু রায়হান মিকাঈল  প্রবন্ধ- ‘আর নয় শিশুশ্রম' by জাকারিয়া হাবিব পাইলট  কিশোর ফিচার- 'আমার ঘুড়ি আকাশ জুড়ি' by মাসুম কবির কিশোর ফিচার- 'চাই চীনাবাদাম' by শরিফুল ইসলাম ভূঁইয়া  আলোচনা- 'ধর্মীয় আবেগের আচ্ছাদনে রাজনীতি' by এবিএম মূসা অদ্ভুত ফিচার- 'সাপের সঙ্গে বসবাস'  কিশোর আলোচনা- 'দুর্ভাগা হিরোশিমা-নাগাসাকি' by মীর আমজাদ আলী কল্পিত বিজ্ঞান কাহিনী- 'আবিষ্কার কাজী' by মাসুম বিল্লাহ  কল্পিত বিজ্ঞান কাহিনী- 'ছায়াহীন আগন্তুক' by আমিনুল ইসলাম আকন্দ  কল্পিত বিজ্ঞান কাহিনী- 'জায়ান্ট হান্টার' by মহিউদ্দিন আকবর  গল্প- 'হাসে বাঁকা চাঁদ' by আহসান হাবিব বুলবুল  গল্প- 'বড়বাড়ির জঙ্গলে' by শরীফ আবদুল গোফরান


কিশোরকন্ঠ এর সৌজন্যে
লেখকঃ কায়েস মাহমুদ


এই গল্প'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.