নিলামে সবচেয়ে দামি বেস্ট

৫ বছর আগে মারা গেছেন। পেশাদার ফুটবল ছেড়েছিলেন ২৬ বছর আগে। কিন্তু জর্জ বেস্টের নাম আজও টানে মানুষকে। টানে বলেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি ফুটবলারের একটি পদকের দাম উঠেছে ১ লাখ ৫৬ হাজার পাউন্ড।
১৯৬৮ সালে বেনফিকাকে হারিয়ে জেতা ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের এই মেডেলটির দাম নিলামে ৯০ হাজার থেকে সোয়া এক লাখ পাউন্ড উঠবে বলে আশা করা হয়েছিল। কিন্তু নিলামকারীদের মুখের হাসিটা প্রত্যাশার চেয়েও চওড়া হয়েছে। এই আইরিশ ফুটবলারের আরও ছোটখাটো বেশ কিছু জিনিস বিক্রি হয়েছে ওই নিলামে। নিলাম থেকে প্রাপ্ত টাকা পাবেন বেস্টের বোন বারবারা ম্যাকন্যালি।

No comments

Powered by Blogger.