দ. আফ্রিকা জিতল ২৭২ রানে

রথম ম্যাচে আমলা-ইনগ্রাম, দ্বিতীয় ম্যাচে আমলা-ডি ভিলিয়ার্স। কাল ডি ভিলিয়ার্স-ডুমিনি। আগের দুই ম্যাচের মতো কালও জোড়া সেঞ্চুরি থাকল দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ডি ভিলিয়ার্সের টানা দ্বিতীয় সেঞ্চুরি আর ডুমিনির ক্যারিয়ার-সেরা ইনিংসে বেনোনিতে ৩৯৯ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর জিম্বাবুয়েকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতেছে ২৭২ রানে, ওয়ানডে ইতিহাসে যেটি রানের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম জয়। ৩ ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতল ৩-০তে।
আমলার সামনে সুযোগ ছিল টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার। সেটা না পারলেও গ্রায়েম স্মিথকে নিয়ে দলকে উড়ন্ত সূচনা ঠিকই এনে দিয়েছেন। উদ্বোধনী জুটিতে দুজন তুলেছেন ৩৩ বলে ৫৩। তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্স ও ডুমিনি গড়েছেন ২১৯ রানের জুটি। আগের ম্যাচে ৭২ বলে সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্স কাল সেঞ্চুরি করেছেন ৯১ বলে। ডুমিনির সেঞ্চুরিতে লেগেছে ৯৬ বল। আলবি মরকেল (২১ বলে ৩৭) ও ডেভিড মিলারের (১৯ বলে ৩৩) ‘ক্যামিও’তে শেষ ১০ ওভারে এসেছে ১১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৩৯৯/৬ (ডুমিনি ১২৯, ডি ভিলিয়ার্স ১০৯, শিঙ্গিরাই মাসাকাদজা ২/৯৫), জিম্বাবুয়ে: ২৯ ওভারে ১২৭ (টাইবু ২৮, উতসেয়া ২৪* থেরন ৩/১৮, পারনেল ২/৩০, বোথা ২/৩২, মরকেল ২/৩৫)।

No comments

Powered by Blogger.