ব্রিটিশ পারমাণবিক ডুবোজাহাজ চরে আটকা

ব্রিটিশ রয়্যাল নেভির সবচেয়ে নতুন ও বড় ডুবোজাহাজ এইচএমএস অ্যাসচ্যুট গতকাল শুক্রবার সে দেশের উত্তরে স্কাইয়ি দ্বীপের কাছে চরে আটকা পড়ে। ডুবোজাহাজটি পরমাণু শক্তিচালিত। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এটা কোনো পারমাণবিক দুর্ঘটনা নয়। আমরা উদ্ধারকাজ শুরু করেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবোজাহাজটি এখনো পানিনিরোধক অবস্থায় আছে। কোনো ধরনের পরিবেশ বিপর্যয় ঘটার ইঙ্গিত মেলেনি।’
প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ডুবোজাহাজটি ৩৮টি টর্পেডো ও টমাহক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এটি ‘স্টিলথ’ প্রযুক্তিসম্পন্ন একটি ডুবোজাহাজ।

No comments

Powered by Blogger.