বিহারে বিধানসভার নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ

ভারতের বিহার রাজ্যের বিধানসভার নির্বাচনে গতকাল বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত ছয় দফায় ২৪৩ আসনবিশিষ্ট বিধানসভার ভোট নেওয়া হবে। ২৪ নভেম্বর ফল ঘোষণা করা হবে।
গতকাল প্রথম দফায় ৪৭টি আসনে ভোট নেওয়া হয়। এসব আসনে ৫২ জন নারীসহ প্রার্থী ছিলেন ৬৩১ জন। কঠোর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়। ভোট গ্রহণ চলাকালে গোলযোগের অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে ১৫০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মধুবনী জেলার লউখা কেন্দ্রের কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। কাটিহার জেলার প্রাণপুর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাবিব ভোট গ্রহণের আগে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আলমপুর, জোকিহাটি ও লাউকাহা কেন্দ্রের ভোটাররা এলাকায় উন্নয়ন না হওয়ার প্রতিবাদ জানিয়ে ভোট বর্জন করেন। মাওবাদীরা বিহারে ভোট বর্জন করার আহ্বান জানায়।
দ্বিতীয় দফার ভোট হবে ২৪ অক্টোবর। এরপর ভোট হবে ২৮ অক্টোবর এবং ১, ৯ ও ২০ নভেম্বর।

No comments

Powered by Blogger.