বাংলাদেশের সামনে চেনা প্রতিপক্ষ

আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে চতুর্থ এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। ২৩ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মিয়ানমারের সঙ্গে। লাল-সবুজের শেষ শেষ গ্রুপ ম্যাচ (‘এ’ গ্রুপ) ২৫ মার্চ, প্রতিপক্ষ ফিলিপাইন-মঙ্গোলিয়া প্লে-অফের জয়ী দল।
তিন গ্রুপ প্রতিপক্ষই মোটামুটি বাংলাদেশের চেনা। মিয়ানমারের সঙ্গে গত চ্যালেঞ্জ কাপেই দেখা হয়েছিল। ঢাকার মাঠে তাতে হেরেছিল বাংলাদেশ (১-২)। ফিলিস্তিনের সঙ্গে ২০০৬ চ্যালেঞ্জ কাপে ড্র হয়েছিল (১-১)। ফিলিপাইন অথবা মঙ্গোলিয়া যারাই বাছাইপর্বে আসুক, বাংলাদেশের কাছে এই দুটি দল অচেনা নয়।
বাংলাদেশ চায় চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বটা এবারও নিজের মাঠে খেলতে। তাই আয়োজক হওয়ার জন্য আবেদন করা হয়েছে এএফসির কাছে।
অলিম্পিক প্রাক-বাছাই: ২০১২ লন্ডন অলিম্পিকের প্রাক-বাছাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রতিপক্ষ কুয়েত। হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে দুটি ম্যাচের প্রথমটি হবে কুয়েতে, আগামী ২৩ ফেব্রুয়ারি। ঢাকায় ফিরতি ম্যাচ ৯ মার্চ।

No comments

Powered by Blogger.