‘যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস রোগীর সংখ্যা তিন গুণ হবে’

নিয়মিত শরীরচর্চা না করলে এবং বর্তমানের মতো ওজন বৃদ্ধি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বাড়তে পারে। গতকাল শুক্রবার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য প্রকাশ করেছে। সিডিসি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের অধীন একটি কেন্দ্রীয় সংস্থা।
সিডিসির গবেষণা দলের প্রধান জেমস বয়েল ও তাঁর সহকর্মীরা তাঁদের প্রতিবেদনে বলেন, বর্তমানে ১০ জন মার্কিনির মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। পরবর্তী ৪০ বছরে এ হার বেড়ে পাঁচজনে একজন থেকে তিনজনে একজন হতে পারে।
সিডিসির ডায়াবেটিস বিশেষজ্ঞ অ্যান অলব্রাইট উল্লেখ করেছেন, এ হার অত্যন্ত বিপজ্জনক। তিনি জানান, ডায়াবেটিসের এ উচ্চমাত্রার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক কসরতের মাত্রা ব্যাপকভাবে বাড়াতে হবে।
সিডিসি জানায়, বর্তমানে দুই কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্ক আমেরিকান ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের বেশির ভাগেরই টাইপ-২ ডায়াবেটিস রয়েছে; যা কিনা খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত শারীরিক চর্চার অভাবে হয়ে থাকে।

No comments

Powered by Blogger.