ছয় ফিফা কর্মকর্তাকে বহিষ্কার

ভোট বিক্রির অভিযোগে ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস-এর প্রতিবেদনের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে তাঁদের। এঁদের মধ্যে দুজন—তাহিতির রেনাল্ড তেমারি ও নাইজেরিয়ার আমোস আমাদু ছিলেন ফিফার ২৪ সদস্যের নির্বাহী কমিটিতে, যাঁদের ভোটে নির্ধারিত হবে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক। ফিফার ‘এথিকস কমিটি’ বহিষ্কৃতদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নভেম্বরের মাঝামাঝি। স্বাগতিক নির্ধারণের জন্য ভোটাভুটি হবে ২ ডিসেম্বর।
অকল্যান্ডে একটি স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার জন্য ছদ্মবেশী সাংবাদিকদের কাছে ভোটের বিনিময়ে ১৫ লাখ পাউন্ড অর্থ দাবি করেছিলেন তেমারি, যিনি আবার ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের প্রধান। আর একটি ব্যক্তিগত প্রকল্পের জন্য ৫ লাখ পাউন্ড দাবি করেছিলেন আদামু। বহিষ্কৃত বাকি চারজন স্লিম আলুলু, আমাদু দিয়াকিতে, আহনগালু ফুসিমালোহি ও ইসমায়েল ভামজির বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নেই, তবে সানডে টাইমস-এর ভিডিওতে দেখা গেছে এই চারজনকেও। ফিফার এথিকস কমিটি প্রধান ক্লদিও সুলসার বলেছেন, ‘অভিযুক্তদের বহিষ্কার পুরোপুরি ন্যায্য, এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।’ আর ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের ভাষ্য, ‘এটা ফুটবলের জন্য কালো দিন, আমাদের জীবনেও একটা কালো দিন। আমাদের সমাজ যেমন অশুভ আত্মায় ভরপুর, তেমনি ফুটবলেও কিছু অশুভ আত্মা আছে। তবে ফেয়ার প্লের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

No comments

Powered by Blogger.