সুমাত্রায় ভয়াবহ দাবানল ধোঁয়ায় আচ্ছন্ন সিঙ্গাপুর ও মালয়েশিয়া

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গতকাল শুক্রবার সেখানে অতিরিক্ত ৩০০ দমকলকর্মী পাঠানো হয়েছে। দ্বীপের কমপক্ষে ১২টি স্থানে আগুন জ্বলছে। ধোঁয়ায় প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আকাশ আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে পরিবেশদূষণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটি। ওই অঞ্চলে বিমান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, সুমাত্রার কিছু ভূমিমালিক পামগাছ রোপণের জন্য বনের গাছপালায় আগুন ধরিয়ে দিলে ওই দাবানলের সূত্রপাত হয়। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাবানল প্রতিবেশী সিঙ্গাপুর ও মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি চলে গেছে।
ইন্দোনেশিয়ার বন বিভাগের প্রধান নূর হায়দার বলেন, দ্বীপের রিয়াউ প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। বনমন্ত্রী জুলকিলফি হাসান জানান, দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো সুমাত্রার দাবানল নেভাতে ইন্দোনেশিয়াকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। ধোঁয়ার কারণে পরিবেশদূষণের ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেন। মালয়েশিয়া বায়ুদূষণ রোধের পাশাপাশি বনে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

No comments

Powered by Blogger.