তালেবান নেতাদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান

আফগান সরকারের শান্তি কমিটির একজন সদস্য দেশে এক দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে তালেবান নেতাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি তালেবান নেতাদের শান্তি আলোচনায় বসারও অনুরোধ জানান।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সামরিক অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ওই কমিটি তালেবান নেতাদের সঙ্গে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য গোপনে মধ্যস্থতার চেষ্টা করে আসছে। কিন্তু হাই কাউন্সিল ফর পিস নামের ওই কমিটি তালেবানকে শান্তি আলোচনায় ফিরিয়ে আনার ব্যাপারে দৃশ্যত এখনো তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি।
কমিটির মুখপাত্র কায়ামুদ্দিন কাসহাফ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, কাউন্সিল ফর পিস চাইছে সশস্ত্র বিরোধী পক্ষ ও তাদের নেতারা সহিংসতা পরিহার করে শান্তি-প্রক্রিয়ায় অংশ নিন। শান্তি কমিটি তাদের যৌক্তিক দাবিগুলো শুনবে এবং দুই পক্ষের মধ্যে একটি আস্থার পরিবেশ গড়ে তুলবে।

No comments

Powered by Blogger.