কুকুরের জন্য কনসার্ট

পশ্চিমা বিশ্বে কুকুরের জন্য কী না করা হয়। শুধু কুকুরের জন্য বিশেষ পোশাক তৈরি করে বিখ্যাত হয়েছে অনেক প্রতিষ্ঠান। সেই পোশাকে কুকুরের ফ্যাশন শো করা হয়। এখানেই শেষ নয়, কুকুরের জন্য আলাদা রেস্তোরাঁ বা স্বাস্থ্যকেন্দ্রও হয়।
এবার অস্ট্রেলিয়াতে কুকুরের জন্য বসছে ব্যতিক্রমধর্মী এক আয়োজন। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ মানুষের ‘প্রাচীনতম বন্ধুর’ জন্য আয়োজন করেছে এক কনসার্টের। তাও যেখানে-সেখানে নয়, বিশ্বখ্যাত সিডনি অপেরা হাউসে। আগামী ৫ জুন এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, কনসার্টে এমন আওয়াজে সংগীত পরিবেশন করা হবে যাতে কেবল কুকুরই সেই সুর শুনতে পারে। ২০ মিনিটের এ কনসার্ট হবে সিডনি অপেরা হাউসের উত্তর দিকের উন্মুক্ত স্থানে। অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
সিডনি অপেরা হাউসে ২৭ মে থেকে সংগীতের আসর বসতে যাচ্ছে। এই আসরেরই অংশ হিসেবে ৫ জুন কুকুরের জন্য সংগীত পরিবেশন করা হবে।
রিনেই রাসেল নামের এক অস্ট্রেলীয় বলেছেন, তিনি অবশ্যই তাঁর স্প্যানিয়েল কুকুরটিকে এই কনসার্টে নিয়ে যাবেন।
রাসেল বলেন, ‘আমি অবশ্যই ওই কনসার্টে যাব। গান শুনে কুকুরটি কেমন আচরণ করে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি।’
তিনি আরও বলেন, কুকুরকে নিয়ে বেড়াতে যাওয়ার মতো স্থান খুঁজে পাওয়াটা দুরূহ হয়ে পড়েছে। তাই এটা বিশাল ব্যাপার যে শুধু তাদের জন্য কনসার্টের আয়োজন করা হচ্ছে।

No comments

Powered by Blogger.