মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাড়িয়েছেন। মিয়ানমারের সামরিক জান্তাকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে ওই নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান মিয়ানমারে বিনিয়োগ করছে না। মিয়ানমারও যুক্তরাষ্ট্রে তার কোনো পণ্য রপ্তানি করতে পারে না।
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওবামা কংগ্রেসে দেওয়া এক বিবৃতিতে বলেন, মিয়ানমার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতি মার্কিন সরকারের নিরাপত্তা ও বৈদেশিক নীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হলো।
মিয়ানমারের সামরিক জান্তা সে দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত করার কয়েক দিনের মাথায় মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল।

No comments

Powered by Blogger.