শেষ মিশনে আটলান্টিসের মহাকাশ যাত্রা

মার্কিন মহাকাশযান আটলান্টিস শেষ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে যাত্রা শুরু করেছে। ছয়জন নভোচারী নিয়ে যানটি গত শুক্রবার ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উড়াল দেয়।
উৎক্ষেপণ-উত্তর এক সংবাদ সম্মেলনে নাসার প্রশাসনিক কর্মকর্তা বিল গেরস্টেনমেইর সাংবাদিকদের জানান, আটলান্টিসের উড্ডয়ন সফল হয়েছে। যানটি ঠিকমতো কাজ করছে। সব কিছু ভালো আছে।
এবারের মিশন ১২ দিনের। আটলান্টিস রাশিয়ার তৈরি গবেষণা মডিউল ও কিছু খুচরা যন্ত্রাংশ ছাড়াও গবেষণাকাজে সহায়ক অন্যান্য সামগ্রী নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এটি আটলান্টিসের ৩২তম মিশন। এই মিশনের মধ্য দিয়ে আটলান্টিসের মিশন শেষ হচ্ছে। এরপর যানটির জায়গা হবে জাদুঘরে।
খরচ ও নিরাপত্তার কথা বিবেচনা করে নাসা কর্তৃপক্ষ এই নভোযানটিকে মহাকাশ অভিযানে আর ব্যবহার করবে না। এরপর থেকে এ ধরনের অভিযানে মহাকাশযান ডিসকভারি ও এনডেভার অংশ নেবে। আটলান্টিস ১৯৮৫ সালে প্রথম মহাকাশের উদ্দেশে যাত্রা করে।

No comments

Powered by Blogger.