ইরাকে ভোট পুনর্গণনায় ফলাফল অপরিবর্তিত

ইরাকে গত মার্চ মাসের সাধারণ নির্বাচনের ভোট পুনর্গণনায় ফলাফলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। প্রাথমিক ভোট গণনায় যে ফল এসেছিল, তা-ই বহাল রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। এর ফলে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন জোটের পুনরায় সরকার গঠনের সম্ভাবনা অনেকটা কমে গেল।
ইরাকের নির্বাচন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট হাই ইলেক্টোরাল কমিশনের (আইএইচইসি) কর্মকর্তা সাদ আল রাবি বলেছেন, ‘বাগদাদের ভোট পুনর্গণনায় কোনো পরিবর্তন আসেনি। কোনো জোটের আসন ভাগাভাগিতে হেরফের হয়নি।’
ইরাকে গত ৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া জোট পার্লামেন্টের ৩২৫টি আসনের মধ্যে ৯১টিতে জয়ী হয়। প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অব ল অ্যালায়েন্স পায় ৮৯টি আসন। শিয়া ধর্মীয় গোষ্ঠীর নেতৃত্বাধীন ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স ৭০টি আসন পেয়ে তৃতীয় হয়।
ইরাকের পার্লামেন্টে কোনো দল বা জোট ১৬৩টি আসনে জয়ী হলে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠনের ক্ষমতা রাখে। নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পর স্টেট অব ল অ্যালায়েন্স ও ইরাকি ন্যাশনাল অ্যালায়েন্স এ মাসের শুরুতে ঘোষণা দিয়েছিল, তারা জোট সরকার গঠন করবে। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের চারটি আসন কম ছিল।

No comments

Powered by Blogger.