ফ্রান্সের শিক্ষাবিদকে মুক্তি দিল ইরান

ইরানে কারাদণ্ডপ্রাপ্ত ফ্রান্সের শিক্ষাবিদ ক্লোতিদে রেইসকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল তিনি ফ্রান্সে পৌঁছেছেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
গুপ্তচরবৃত্তি ও ইরানে গত বছর জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সময় সরকারবিরোধী বিক্ষোভের ছবি ইমেইলের মাধ্যমে বহির্বিশ্বে প্রচার করার দায়ে রেইসকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের বিপরীতে দুই লাখ ৮৫ হাজার মার্কিন ডলার দিলে রেইসকে মুক্তি দেয় ইরান। গত বছরের জুলাই মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছয় সপ্তাহ আগে তিনি জামিন পান।

No comments

Powered by Blogger.