ভেনেজুয়েলা উপকূলে গ্যাস প্লাটফর্ম ডুবে গেছে

ভেনেজুয়েলার উপকূলে গত বৃস্পতিবার সে দেশের বড় ধরনের একটি প্রাকৃতিক গ্যাসের প্লাটফর্ম ডুবে গেছে। তবে এ দুর্ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে জ্বালানিমন্ত্রী জানিয়েছেন। প্রেসিডেন্ট হুগো শাভেজ সামাজিক ওয়েবসাইট টুইটারের মাধ্যমে গ্যাস দুর্ঘটনার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অ্যাবান পার্ল নামের ওই গ্যাস প্লাটফর্মটি ডুবে যাওয়ার আগে সেখানে কর্মরত ৯৫ জন কর্মীর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ভেনেজুয়েলা সরকার তাদের সমুদ্র উপকূলে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুদ করার প্রকল্প গ্রহণ করেছে। অ্যাবান পার্ল হচ্ছে সেই গ্যাস মজুদ প্রকল্পের প্রধান প্লাটফর্ম। এখানেই সবচেয়ে বেশি গ্যাস মজুদ করার পরিকল্পনা রয়েছে।

No comments

Powered by Blogger.