যুক্তরাষ্ট্রে তিনটি দূতাবাসে পাউডারসহ চিঠি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উজবেকিস্তান, অস্ট্রিয়া ও ফরাসি দূতাবাসে সাদা পাউডারসহ তিনটি চিঠি পাঠানো হয়েছে। একজন গোয়েন্দা কর্মকর্তা ওই চিঠি প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন। তবে ওই পাউডার কী, সেটা এখনো জানা যায়নি। এ ব্যাপারে পরীক্ষা চলছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন দূতাবাসের ৪০ কর্মীকে দূষণমুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৩ জনই ফরাসি দূতাবাসের কর্মী। ২০০১ সালে অ্যানথ্রাক্স মিশ্রিত চিঠি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাঁচজন প্রাণ হারায়। ওই ঘটনায় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

No comments

Powered by Blogger.