জার্মান জাতীয় দলের গোলরক্ষক রবার্ট এনকের ‘আত্মহত্যা’

জার্মান জাতীয় ফুটবল দলের গোলরক্ষক রবার্ট এনকে গতকাল মঙ্গলবার হ্যানোভারে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।তবে পুলিশ মনে করছে, এনকে আত্মহত্যা করেছেন। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। তিনি জার্মান বুন্দেসলিগাতে হ্যানোভারের হয়ে খেলতেন।
জার্মান ফুটবল ফেডারেশন এনকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছে, জার্মান ফুটবল দল রবার্ট এনকের দুঃখজনক মৃত্যুকে গভীর দুঃখ ও বেদনার সঙ্গে গ্রহণ করেছে।
জার্মান জাতীয় ফুটবল দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেন, ‘এনকের মৃত্যু অচিন্তনীয়। আমরা শোকাহত।’
এদিকে জার্মান পুলিশ জানিয়েছে, রবার্ট এনকে নরডিচ থেকে হ্যানোভারগামী একটি ট্রেনের ধাক্কায় নিহত হন। আলামত বিশ্লেষণে মনে হচ্ছে এনকে আত্মহত্যা করেছেন।
রবার্ট এনকের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের পরপরই। তিনি অসুস্থতার কারণে জার্মানির সর্বশেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারেননি।
জার্মান ফুটবল দলের কোচ জোয়াকিম লো কিছুদিন আগে জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে জার্মানির এক নম্বর গোলরক্ষক হিসেবে রবার্ট এনকের খেলার সম্ভাবনা বেশি।

No comments

Powered by Blogger.