ভারতকে দিয়েই শুরু বাংলাদেশের বিশ্বকাপ

২০০৭ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল ভারতকে হারিয়ে। সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ২০১১ বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপের দুই আয়োজকের ম্যাচটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও। এর আগে ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
১৫ বছর পর বিশ্বকাপ ফিরছে উপমহাদেশে। মুম্বাইয়ে কাল ঘোষণা হলো বিশ্বকাপের সূচি। গত বিশ্বকাপের মতো বাংলাদেশ এবারও আছে ‘বি’ গ্রুপে। ভারত ছাড়াও এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড। গ্রুপ ‘এ’তে আছে আরেক স্বাগতিক শ্রীলঙ্কা, গত তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, কেনিয়া ও কানাডা। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে নিজেদের মাটিতে। চারটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ ছাড়া টুর্নামেন্টের প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনালও হবে ঢাকায়। শুধু উদ্বোধনী অনুষ্ঠান বা ম্যাচই নয়, টুর্নামেন্টের ট্রফি উন্মোচনও হবে বাংলাদেশেই। আগামী ৯ জানুয়ারি ঢাকায় বসছে কেন্দ্রীয় আয়োজক কমিটির সভা। সেদিনই হবে ট্রফি উন্মোচন।
কাল ফিকশ্চার ঘোষণার অনুষ্ঠানের আগে বিশ্বকাপ আয়োজক কমিটির সভায় বাংলাদেশে অনুষ্ঠেয় ৮টি ম্যাচের ভেন্যু হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আইসিসি। স্টেডিয়াম দুটিতে প্রয়োজনীয় কিছু সংস্কারের পরামর্শও আছে বাংলাদেশের জন্য। সংস্কারের অগ্রগতি কিছুদিন পরপর জানাতে হবে আইসিসিকে। তিন দেশের মোট ১৩টি ভেন্যুতে ৪৩ দিন ধরে চলবে বিশ্বসেরার লড়াই।
কাগজে-কলমে টুর্নামেন্টের আরেক স্বাগতিক পাকিস্তানের সবগুলো গ্রুপ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি, বিশ্বকাপের জন্য তৈরি নতুন ভেন্যু হামাবানটোটাতে স্বাগতিকেরা প্রথম খেলবে কানাডার বিপক্ষে। একটি কোয়ার্টার ফাইনালও হবে শ্রীলঙ্কায়। ভারতের মাটিতে প্রথম ম্যাচটিও হবে একই দিনে, কেনিয়ার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ২৯ ও ৩০ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলম্বো ও মোহালিতে। ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল।
ভারতের বিপক্ষে সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন ভারতেই। কাল সূচি ঘোষণার জাঁকালো অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেবাগ, হরভজন সিংদের সঙ্গে ছিলেন কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশানরাও। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আ হ ম মোস্তফা কামাল। বাংলাদেশে অনুষ্ঠেয় প্রথম বিশ্বকাপ নিয়ে গোটা জাতির প্রত্যাশার কথা জানালেন তিনি, ‘বাংলাদেশের ১৫ কোটি মানুষ এই বিশ্বকাপের জন্য অপেক্ষা করছে। আশা করি, আমরা সফলভাবে এটি আয়োজন করতে পারব। বাংলাদেশ দলও আশা করি, গত বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখবে।’

No comments

Powered by Blogger.