পীতসাগরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মধ্যে গুলিবিনিময়

উত্তর ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মধ্যে গতকাল মঙ্গলবার পীতসাগরে গুলিবিনিময় হয়েছে। এ ঘটনায় উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। সংঘর্ষের পর দুই কোরিয়ার মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে।
এক বিবৃতিতে সিউল জানিয়েছে, ‘গতকাল উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ নর্দান লিমিট লাইন অতিক্রম করে। আমাদের নৌবাহিনী ওই টহল জাহাজটিকে কয়েক দফা সতর্কসংকেত পাঠিয়ে ব্যর্থ হয়ে গুলি ছোড়ে। এর জবাবে টহল জাহাজটি থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এতে হতাহতের কোনো খবর তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।’
নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘উভয় পক্ষ বেশ দূরে থেকে গোলাগুলি করেছে। আমাদের কামানের আঘাতে উত্তর কোরিয়ার টহল জাহাজে আগুন ধরে যায়। পরে সেটি পিছু হটে যায়।

No comments

Powered by Blogger.