নারী আসনের সীমানা

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ৪৫ নারী সাংসদের সংসদের আসা-যাওয়া ছাড়া আর কোনো কাজকর্ম নেই। সীমানা নির্ধারণ না হওয়ায় ইচ্ছা থাকলেও এলাকার জন্য কিংবা জনগণের জন্য কিছু করতে পারছেন না। এক অর্থে তাঁরা সংসদীয় উদ্বাস্তু। একমাত্র কাজ হলো সংসদে এসে কোরাম পূর্ণ করা। এটিই যেন সংরক্ষিত নারী আসনের সাংসদদের একমাত্র রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।
সীমানা নির্ধারণ না হওয়ায় সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত মহিলা সাংসদেরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এ জন্য সারা দেশের নির্বাচনী এলাকাকে ৪৫ বা ৫০টি ভাগে ভাগ করে তাঁদের এলাকা নির্দিষ্ট হওয়া প্রয়োজন।
কিন্তু দীর্ঘদিন আটকে আছে সংরক্ষিত আসনের সীমানা নির্ধারণ বিষয়টি। স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ থেকেই নারীদের জন্য সংরক্ষিত আসন বহাল ছিল। ১৯৭২ সালে সংবিধানে ১০ বছরের এ বিধান রাখা ছিল। পরবর্তী সময়ে নানা পরিবর্তনের ফলে এখন সংরক্ষিত নারী আসনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে। সংরক্ষিত নারী আসনকে মর্যাদাপূর্ণ করতে ভবিষ্যত্ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার অধিকার ও তাঁদের জন্য সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হবে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
আসকার ইবনে সাঈদ
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

No comments

Powered by Blogger.