‘এইচ টি ইমাম বিএনপির লোক’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে বিএনপির লোক বলে আখ্যায়িত করেছেন ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। বলেছেন, এইচ টি ইমাম আমাদের লোক। তার গায়ে হাত দেবেন না। তার গায়ে হাত দিলে খবর আছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, বিএনপির দু’-একজনকে নিয়ে যাবেন, ষড়যন্ত্র করবেন, লাভ হবে না। আপনাদের ভেতরেও আমাদের লোক আছে। তারা সময়মতো সব বলে দেবেন।  গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মারুফ কামাল খান বলেন, বিএনপির শক্তি শুধু নেতাকার্মীরাই নয়, বিএনপির লোক হচ্ছে সারা দেশের মানুষ। তাই সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। অতীতেও হয়েছে। বড় বড় অনেক নেতা বিএনপি ছেড়ে গেছে। তাতে বিএনপির কিছু হয়নি। এখনও দল ভাঙার ষড়যন্ত্র চলছে। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব বলেন,  তার  দেশে ফেরার জন্য সরকারের কাছে কোন আবেদন করা হবে না। তিনি বিগত দিনে ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকারের সময় অনেক খারাপ অবস্থার মধ্যেও দেশে ছিলেন। তিনি সুস্থ হলেই দেশে ফিরে আসবেন। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে সরকারের  চেহারা উন্মোচিত হয়ে গেছে। ছাত্রলীগকে ব্যবহার করে মোবাইল কোর্ট বসিয়ে কিভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করেছে এইচ টি ইমামের বক্তব্যে সব কিছু ফাঁস হয়ে গেছে। সেই ছাত্রলীগ আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস করেছে। ঢাকাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান তারা দখল করে রেখেছে। বি. চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা জোরের সঙ্গে বলতে চাই- ভবিষ্যতে এমন সরকার গঠন করা হবে, যেখানে দুর্নীতি-সন্ত্রাস, গুম-খুন ও অপশাসন থাকবে না। সেই সরকার হবে, আইন ও সুশাসন প্রতিষ্ঠার একটি সরকার। দলের নেতাকর্মীদের জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকার দেশকে চরম সঙ্কটের মধ্যে ঠেলে দিয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই। নেই কোন সুশাসন। পুঁজিবাজার, ব্যাংকিংসহ সব কিছু তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। তারেক রহমানের প্রশংসা করে রফিকুল ইসলাম বলেন, তার মধ্যে রাষ্ট্রনায়কের যোগ্যতা রয়েছে, তার রাজনীতির ভিশন রয়েছে। ওয়ান ইলেভেনে তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। জনগণের দোয়ায় তিনি বেঁচে গেছেন। এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন। সেখানে লেখাপড়া করছেন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

No comments

Powered by Blogger.