আফগান যুদ্ধের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আরও এক বছর থাকছে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন করে এমন সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। পত্রিকার খবর অনুযায়ী, মার্কিন সেনারা আফগানিস্তানে আরও অন্তত এক বছর তালেবানবিরোধী অভিযান চালাবে। এ সংক্রান্ত একটি নির্দেশনায় ইতিমধ্যে সই করেছেন ওবামা। নতুন পরিকল্পনা অনুযায়ী, মার্কিন যুদ্ধবিমান, বোমারু বিমান ও মনুষ্যবিহীন বিমান (ড্রোন) দেশটিতে অভিযান চালাবে। প্রসঙ্গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আগামী বছর (২০১৫) থেকে মার্কিন সেনারা আফগানিস্তানে সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না। তার ওই বক্তব্য অনুযায়ী, চলতি বছর শেষে ৯ হাজার ৮০০ সেনা আফগানিস্তানে থাকার কথা এবং তাদের স্থানীয় সেনাদের প্রশিক্ষণ ও বিভিন্ন পরামর্শ দেয়ার কথা। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরাকের বর্তমান প্রেক্ষাপটে আফগানিস্তানের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরাকে অভিযান শেষে মার্কিন সেনারা দেশটি ছাড়ার কিছু দিনের মধ্যে ইসলামিক স্টেট যোদ্ধাদের উত্থান ঘটে।

No comments

Powered by Blogger.