একদফার আন্দোলনে যেতে চায় ২০ দল

সরকার পতনের একদফার আন্দোলনে যাওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শরিক দলের শীর্ষ নেতারা বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দিয়েছেন। তবে কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়। রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে বৈঠক। তবে বৈঠক শেষে এ ব্যাপারে গণমাধ্যমের কাছে কোনো নেতা মুখ খুলেননি। বৈঠক সূত্র জানায়,  সরকার পতনের এক দফা কর্মসূচি নিয়ে শিগগিরই ২০ দলীয় জোট রাজপথে কর্মসূচি পালন করবে। বেগম খালেদা জিয়া রাজপথে থেকে এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। আগামী ২৯ নভেম্বর কুমিল্লা জনসভার পর আবারো ২০ দলের বৈঠক হবে। ওই বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদ্যুতের দাম বাড়ালে এর প্রতিবাদে ২০ দল হরতাল পালন করবে। এছাড়া বিগত ৫ জানুয়ারির পর আন্দোলন বন্ধ করা ভুল হয়েছে বলে আবারো উল্লেখ করা হয় জোট নেতাদের বৈঠকে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহামান ইরান, ইসলামিক পর্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুবিন, বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ, জামায়াতের কর্ম পরিষদ সদস্য ড. রেদোয়ান উল্লাহ শাহিদি, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, সাম্যবাদী দলের মহাসচিব এম এ সাইদ, ডিএল মহাসচিব সাইফুদ্দিন মনি প্রমুখ।

No comments

Powered by Blogger.