সানির আঘাতে জিম্বাবুয়ে ৫৪/৪

বল হাতে জিম্বাবুয়েকে চতুর্থ আঘাতটি হানলেন আরাফাত সানি। বাংলাদেশের এ বাঁ-হাতি স্পিনারের অফ স্টাম্পের বল সুইপ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন জিম্বাবুয়ের টেস্ট অধিানয়ক ব্রেন্ডন টেলর। দারুণ দক্ষতায় ক্যাচ তালবন্দি করেন মাহমুদুল্লাহ। এতে ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৫৪/৪। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৫২ রানের টার্গেট দিয়ে বল হাতে দারুণ সূচনা করে বাংলাদেশ। জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারে ১ রানে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজার উইকেট উপরে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর ২১ রান করা সিবান্দা ও ১৬ রান করা সিকান্দার রাজাকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। ৭৮.৪ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ৩ উইকেটে ৪০ রান। সিকান্দার রাজা ১৫ ও টেইলর শূন্য রানে ব্যাট করছেন। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের শুরুতে ভক্তদের বড় পুঁজির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ তারকারা ব্যাট হাতে খেই হারান মাঝপথে। এতে বাংলাদেশের ইনিংস থামে ২৫১/৭ সংগ্রহ নিয়ে। চট্টগ্রাম জহুর আহমেদ মাঠে ম্যাচের শুরুতে টপঅর্ডারে দারুণ ব্যাটিং দেখায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে গিয়ে ওপেনিংয়ে ১৫০ রানের জুটি গড়েন  তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তবে অল্প ব্যবধানে চার উইকেট হারিয়ে  দিকভ্রান্ত হয় বাংলাদেশ। ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৪/০। কিন্তু পরের ওভারে রান আউট হয়ে যান  তামিম ইকবাল। নিজের উইকেট দেয়ার দেয়ার তামিম করেন ৭৪ রান। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান নিজের উইকেট বিসর্জন দেন রানের খাতা খোলার আগেই। ব্যক্তিগত ৮০ রানে উইকেট দেন এনামুল হক বিজয়ও । পার্টটাইম বোলার ভুসিমুজি সিবান্দার বলে বোল্ড হয়ে যান সাকিব প্রথম বলেই । ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে সাফল্যবিমুখ থাকেন সাব্বির রহমানও। দুই বল মোকাবিলায় ০ রানে সাজঘরে  ফেরেন সাব্বির। তবে ইনিংসের শেষ ভাগে মুমিনুল হকের কার্যকরী ব্যাটিংয়ে ২৫০’র কোঠা পার করে বাংলাদেশ।

No comments

Powered by Blogger.