২০১৫ সালের মধ্যে ইবোলা নিয়ন্ত্রণে আনা সম্ভব

২০১৫ সালের মধ্যেই ইবোলা সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তবে এজন্য আন্তর্জাতিক তৎপরতা জোরদার করার বিকল্প নেই বলে জানান তিনি। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। জাতিসংঘের প্রধান বলেন, বিশ্ব সম্প্রদায়ের সবাই জোর তৎপরতা চালালে আগামী বছরের মাঝামাঝিতে ইবোলার বিস্তার রোধ করা যাবে। নিরপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় মুন পশ্চিম আফ্রিকায় এ প্রচেষ্টা ঝিমিয়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেন। মালিতে ইবোলা ভাইরাসে নতুন করে ছয় জনের মৃত্যুর ঘটনায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। এদিকে জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান অ্যান্থনি বানবুরি ইবোলা নির্মূলে আফ্রিকায় মোকাবেলায় আরও ব্যাপক সহায়তা প্রয়োজন।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বানবুরি বলেন, ইবোলা মোকাবেলায় আমাদের দীর্ঘদিন লড়াই করে যেতে হবে। ইবোলা সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি এমন ঘোষণা দেয়ার দুই মাস পর তিনি নতুন করে এ কথা বলেন। ইউনাইটেড মিশন ফর ইবোলা ইমার্জেন্সি রেসপন্সের (ইউএনএমইইআর) প্রধান বানবুরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, ইবোলার বিরুদ্ধে যুদ্ধে আরও ব্যাপক সহায়তার প্রয়োজন দেখা দিচ্ছে। ইবোলা নির্মূলে কিছু অগ্রগতির কথা স্বীকার করে তিনি বলেন, এই মহামারীর বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক প্রচেষ্টা ততটা সাফল্যের মুখ দেখেনি। মালিতে নতুন করে এ রোগ ছড়িয়েছে। ইউএনএমইইআর দেশটিতে তাদের কার্যক্রম শুরু করবে। তিনি বলেন, এই সংকট উত্তরণে এখনও অনেক সময় লাগবে।ইবোলায় এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে এবং ১৫ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে।

No comments

Powered by Blogger.