রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আবারো হাড় উদ্ধার

সাভার বাসস্ট্যাণ্ডের রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আবারও শনিবার সন্ধ্যায় মানুষের শরীরের বিভিন্ন অংশের হাড় ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।  পরে  পুলিশ তা থানায় নিয়ে যায়।
টেক্সটাইল গামের্ন্টস ওয়ার্কার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহআলম হোসাইন জানায়, সন্ধ্যায় পথ শিশুরা ধ্বংসস্তুপে লোহার রড়সহ মূল্যবান সামগ্রী খোঁজ করতে গিয়ে মানুষের শরীরের বিভিন্ন অংশের ৮ /১০টি হাড় দেখতে পায় । এ সময় হাড়ের সাথে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায় । যাতে লেখা ছিল জুয়েল পিতা- নাজিমউদ্দিন গ্রাম-তারাইল,পোঃ জোলপুকুর,থানা-গাংনি জেলা মেহেরপুর। আর আইডি কার্ড নং-০৭১৪৭১০৪৯৭৮৫৮।   পরে স্থানীয়রা  থানা পুলিশকে খবর দিলে পুলিশ  হাড় ও জাতীয় পরিচয় পত্রটি থানায় নিয়ে যায়।
সাভার থানার উপপরিদর্শক খন্দকার সামছুজ্জামান হাড় ও একটি জাতীয় পরিচয় পাওয়ার কথা স্বীকার করে জানান- এ গুলো মামলার আইওর নিকট পাঠিয়ে দেয়া হবে ।
উল্লেখ্য গত বছরের  ২৪ এপ্রিল সাভার বাসষ্ট্যান্ডের ৮তলা  রানা প্লাজা ধসে একহাজার একশত ৩৬ জন শ্রমিক নিহত হয় । দুই হাজার চারশত ৩৮ জন শ্রমিককে আহত উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.