মিয়ানমারে অবশ্যই সংস্কার হতে হবে : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিয়ানমারের সংস্কার অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং এতে কোনো ব্যত্যয় ঘটলে চলবে না।
শুক্রবার মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির সঙ্গে তার ইয়াংগুনের বাসভবনে বৈঠকের পর ওবামা এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।মার্কিন প্রেসিডেন্ট মিয়ানমারে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। দেশটিতে আগামী বছর নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে সুচি ও তার দল অংশ নিতে পারে।বিরোধী নেতা সুচি মিয়ানমারের সংস্কার প্রক্রিয়ায় ‘আশাবাদ ও নিরাশাবাদের মধ্যে একটি যথোপযুক্ত ভারসাম্য’ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।এর আগে বৃহস্পতিবার নেইপিদোতে ওবামা মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি জেনারেল থেকে রাজনীতিবিদ হওয়া এ নেতার অধীনে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে সতর্ক আশাবাদ ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.