দুদিনব্যাপী ব্রিসবেন সম্মেলন শুরু আজ

জি২০ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসিয়ান সম্মেলন শেষে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে ব্রিসবেনে পৌঁছান তিনি। ১৯৮৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সফরের ২৮ বছর পর এটাই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রেলিয়া সফর।
শনিবার থেকে শুরু হতে যাওয়া দুদিনব্যাপী জি২০ সম্মেলনে মোদি বিদেশে পাচার হওয়া ভারতীয়দের কালো টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রচারণা চালাবেন বলে জানা গেছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোদির।এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিশ্বনেতারা জড়ো হতে শুরু করেছেন। আজ এখানেই বসবে বিশ্ব শীর্ষ ২০টি অর্থনৈতিক পরাশক্তি দেশের সংগঠন দ্য গ্রুপ অব টোয়েন্টি বা বি২০র সম্মেলন।দুদিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতসহ অন্যান্য ক্ষমতাধর দেশের নেতারা। মূলত জোটভুক্ত দেশগুলোতে কিভাবে প্রবৃদ্ধি বাড়ানো যায় সে ব্যাপারেই সম্মেলনে এবার নেতারা জোর দেবেন।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, সম্মেলনে কর্মসংস্থান সৃষ্টি, কর খেলাপিদের চিহ্নিতকরণ এবং বিশ্ব অর্থনীতিকে শক্তিশালীকরণে আলোচনা হবে। এছাড়া ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। সম্মেলন উপলক্ষে ব্রিসবেনে সরকারি কর্মকর্তাদের ছুটি ঘোষণা করা হয়েছে।

No comments

Powered by Blogger.