সালমা ইসলামের নেতৃত্বে জাতীয় মহিলা পার্টি আরও গতিশীল হবে

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, দেশের মোট জনসংখ্যার পঞ্চাশ ভাগেরও বেশি নারী। তাই নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি আদৌ সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য তাদের কাছে জাতীয় পার্টিই এখন একমাত্র বিকল্প। মানুষ মনে করে জাতীয় পার্টি এই পরিবর্তন আনতে পারে। তাই জাতীয় পার্টিকে আগামীতে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। এজন্য নারী ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ভোট দেন।
শুক্রবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে জাতীয় মহিলা পার্টির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন। এর আগে জাতীয় মহিলা পার্টির নবনির্বাচিত সভানেত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নেতৃত্বে মহিলা পার্টির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদিকা অনন্যা হোসেন মৌসুমী, সদস্য ফরিদা শিকদার, ডা. সেলিনা, হিনা খান পন্নী, নিগার সুলতানা রানী, শাহিদা রহমান রিঙ্কু, আমেনা হাসান, আলেয়া বেগম, শারমিন পারভিন লিজা, মাহমুদা রহমান মুন্নী প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জাতীয় মহিলা পার্টির সভানেত্রীর দায়িত্ব দেয়ায় পার্টি চেয়ারম্যান এরশাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, দেশের মা-বোনেরা এখনও এরশাদের নয় বছরের শাসনামলের কথা মনে করেন। এরশাদের শাসনামলে এসিড সন্ত্রাস ছিল না। হত্যা-খুন-ধর্ষণ-রাহাজানি ছিল না। মা-বোনেরা নিরাপদে শান্তিতে ঘুমাত। সেই দিন আর এখন নেই। মায়ের কোলে এখন সন্তানও নিরাপদ নয়। এদেশে শান্তি ও সুখ ফিরিয়ে আনতে আবার এরশাদকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। এজন্য সবার আগে মা-বোনদের সংগঠিত করতে হবে। পাড়ায়-মহল্লায়-গ্রামগঞ্জে জাতীয় মহিলা পার্টিকে সুসংগঠিত করতে হবে।এর আগে এরশাদ তার বক্তৃতায় বলেন, জাতীয় মহিলা পার্টি বেশ কিছুদিন ধরে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। এ অবস্থায় সংগঠনকে শক্তিশালী করতে অ্যাডভোকেট সালমা ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অ্যাডভোকেট সালমা ইসলাম একজন সৎ ও সজ্জন মানুষ। পরিশ্রমী মানুষ। বিগত ৫ জানুয়ারির নির্বাচনে অ্যাডভোকেট সালমা ইসলামই একমাত্র প্রার্থী ছিলেন, যিনি লড়াই করে জয়ী হয়েছেন। তাকে মহিলা পার্টির দায়িত্ব দেয়ায় আশা করি সংগঠন আরও শক্তিশালী এবং গতিশীল হবে। তিনি আরও বলেন, অনেক আশা নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলামকে মহিলা পার্টির দায়িত্ব দিয়েছি। আশা করি তিনি সফল হবেন। এরশাদ মহিলা পার্টির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সংগঠনটিকে শক্তিশালী করার কাজে মন দিতে বলেন।পরে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, পার্টি চেয়ারম্যান এরশাদ তাকে যে দায়িত্ব দিয়েছেন তা বিফলে যাবে না। তিনি বলেন, ক্ষমতায় থাকার সময় এরশাদ বলেছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা সেই ৬৮ হাজার গ্রামে মহিলা পার্টি গড়ে তুলব। মহিলা পার্টিই হবে আগামী দিনের জাতীয় পার্টির অন্যতম প্রধান শক্তি। মহিলা পার্টিই আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাবে।অভিনন্দন : অ্যাডভোকেট সালমা ইসলামকে জাতীয় মহিলা পার্টির সভানেত্রী এবং অনন্যা হোসেন মৌসুমীকে সাধারণ সম্পাদিকা করায় জাতীয় পার্টি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অভিনন্দন জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- খিলক্ষেত থানা জাতীয় পার্টির সভাপতি সহিদুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরতদার, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মিন্টু, তুরাগ থানা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন জিকু, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ খান, রাজশাহী জেলা মহিলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবেদুন নাহার, যুগ্ম আহবায়ক নাসিমা বেগম, বানেছা বেগম, রেহেনা বেগম। শুক্রবার এক বিবৃতিতে তারা অভিনন্দন জানিয়ে বলেন, অ্যাডভোকেট সালমা ইসলামের সঠিক দিকনির্দেশনা এবং যোগ্য নেতৃত্বে জাতীয় মহিলা পার্টি আরও শক্তিশালী এবং গতিশীল হবে।

No comments

Powered by Blogger.