রাজধানীতে ৩১ বিদেশী গ্রেফতার

অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩১ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরা, গুলশান ও রামপুরা এলাকা থেকে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার মিন্টো রোডে গ্রেফতার বিদেশী নাগরিকদের মিডিয়ার সামনে হাজির করা হয়। পুলিশ জানায়, এসব বিদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস করার অভিযোগ রয়েছে। তাদের কেউ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায়, বিদেশী নাগরিকদের অবৈধভাবে বসবাসের বিষয়টি জানতে পেরে রাজধানীর উত্তরা, গুলশান ও রামপুরা এলাকার কিছু বাড়ির মালিককে চিঠি দেয়া হয়েছিল। সম্প্রতি ডিবি পুলিশের হাতে ১৪৭টি বাসার একটি তালিকা আসে। ওই তালিকা অনুযায়ী বৃহস্পতিবার ডিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযানে নামে। অভিযানে ৩১ বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়।গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশী নাগরিক ব্যবসা-বাণিজ্যের আড়ালে অবৈধ কর্মকাণ্ড করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এরা হুমকি। ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে অন্তত ১২ হাজার বিদেশী নাগরিক বসবাস করছে। তারা সবাই এখন আÍগোপন করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশী নাগরিককে কেউ যেন বাসা ভাড়া না দেয়।পুলিশ কর্মকর্তারা জানান, ভিনদেশী এসব অপরাধী এ দেশে অবস্থানের জন্য তৈরি পোশাক শিল্প, বায়িং হাউস, আইটি ও টেলিকম সেক্টর, বিজ্ঞাপনী সংস্থা, রেস্টুরেন্ট, প্রিন্টিং প্রেস এবং এনজিওসহ নানা ধরনের প্রতিষ্ঠানে কর্মরত আছে। এদের অনেকে আমদানি নিষিদ্ধ ক্যান্সার ও যৌন উত্তেজক ওষুধ, নিুমানের ভল্টারিন, ভ্রুণ নষ্টকারী গায়োনিক এসিডের ওলিভা, গার্নিয়ার, কানাডিয়ান নিউ ট্যাজিনার কসমেটিকস সামগ্রী, টেক্সটাইল পার্টস, ফার্নিচার মেশিনারিজ, মার্বেল সামগ্রী বাংলাদেশে আনছে।গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের ১৫টি দেশের প্রায় ১২ হাজারের বেশি বিদেশী নাগরিক বাংলাদেশে বেড়াতে এসে আত্মগোপন করেছে। ধারণা করা হয়- এদের বেশিরভাগ অপরাধী। কারও বিরুদ্ধে হুন্ডি, জাল ডলার, মাদক পাচারের অভিযোগও রয়েছে। বাংলাদেশে অবস্থানকারী নাগরিকদের মধ্যে ভারত, ক্যামেরুন, পাকিস্তান, ফিলিপাইন, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, আলজিরিয়া, সুদান, তাঞ্জানিয়া, উগান্ডা ও শ্রীলংকার নাগরিকই বেশি। এসব বিদেশী নাগরিকের পছন্দের এলাকা হচ্ছে ঢাকার গুলশান, বনানী, রামপুরা, নিকুঞ্জ ও উত্তরা।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম যুগান্তরকে বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থানরত বিদেশী নাগরিকরা খুন, প্রতারণা, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিসি শেখ নাজমুল আলম বলেন, গ্রেফতার বিদেশীরা ট্যুরিস্ট ভিসায় এদেশে আসার পর আর ফিরে যায়নি। এদের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে- নিজ দেশে কোনো ধরনের অপরাধ করে এ দেশে আত্মগোপন করে আছে।ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্য নাইজেরীয় নাগরিক ১২, উগান্ডার ৫, ক্যামেরুনের ৫, আইভোরিকোস্টের ২, গাম্বিয়ার ৩ এবং টোগো, মালি, কেনিয়া, মোজাম্বিক ও সেনেগালের একজন করে নাগরিককে গ্রেফতার করা হয়।এদের মধ্যে উগান্ডার দুই নাগরিকের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। বাকিদের কাছে বাংলাদেশে অবস্থানের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে মামলা করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় জানান, অবৈধভাবে বিদেশী নাগরিক এ দেশে অবস্থান করতে বিভিন্ন পরিচয় দিয়ে থাকে। যেমন- ছাত্র, ব্যবসায়ী, খেলোয়াড় ইত্যাদি পরিচয় দেয়। সম্প্রতি সমকামী এক আলজেরীয় নাগরিকের হাতে উত্তরায় এক স্কুলছাত্রের প্রাণ হারাতে হয়েছে।

No comments

Powered by Blogger.