৬০০০ অতিথি আপ্যায়নে রেলমন্ত্রীর জমকালো বৌভাত

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রেলপথমন্ত্রী মুজিবুল হকের বৌভাত অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা ৭টায় সংসদ ভবনের এলডি হলে ভিআইপিদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও দাওয়াত করা হয়। রেলপথমন্ত্রীর ব্যক্তিগত সূত্র জানায়, বৌভাত অনুষ্ঠানে ৫০০ খাসি আর ৫০০০ মুরগি দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়। এতে ৬ হাজার অতিথি অংশ নেন। মেন্যুতে ছিল খাসির বিরিয়ানি, মুরগির রেজালা, বোরহানী ও জর্দা পোলাও। ভিআইপিদের জন্য এলডি হলের  ভেতরে রাখা ছিল বিশেষ ব্যবস্থা। পুরো কাজের তদারকি করেন মন্ত্রী নিজেই। গতকালের বৌ-ভাত অনুষ্ঠানটি নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুরো অনুষ্ঠানস্থল সম্পূর্ণ ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) নিয়ন্ত্রণে ছিল। এর আগে বিয়ের অনুষ্ঠানে চুরি ও পকেটমারের ঘটনা ঘটায় বৌভাত অনুষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়।

No comments

Powered by Blogger.