বড় আর ছোট

বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষ যদি একসঙ্গে দাঁড়ান পাশাপাশি, তাহলে কেমন হবে? হ্যাঁ, প্রথমবারের মতো একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়েছেন বিশ্বের সবচেয়ে লম্বা মানব তুরস্কের সুলতান কোসেন ও বিশ্বের সবচেয়ে খাটো মানব নেপালের চন্দ্র দাঙ্গি। সুলতান কোসেন লম্বায় ৮ ফুট ১ ইঞ্চি, অন্যদিকে চন্দ্র দাঙ্গি লম্বায় মাত্র ২১.৫ ইঞ্চি অর্থাৎ ১ ফুট ও ৯.৫ ইঞ্চি। গতকাল সকালে দশম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড দিবস উপলক্ষে এ দু’জন একসঙ্গে দাঁড়িয়েছেন বৃটেনের হাউজ অব পার্লামেন্টের সামনে। ২০০৯ সালে চীনের শি শুনকে (৬৩) হটিয়ে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে লম্বা হিসেবে স্বীকৃতি পান তুরস্কের আনকারার অধিবাসী সুলতান কোসেন (৩০)। শি শুন ২০০৫ সালে এ রেকর্ড দখল করেছিলেন। তার উচ্চতা প্রায় ৭ ফুট ৯ ইঞ্চি। গিনেজ কর্তৃপক্ষ গত ২০ বছরে মাত্র ১০ জন মানুষ পেয়েছে, যাদের উচ্চতা ৮ ফুটের চেয়ে বেশি। বর্তমান চ্যাম্পিয়ন সুলতান এ দশজনের একজন। পেশায় কৃষক তিনি। সর্বোচ্চ উচ্চতা ছাড়াও সবচেয়ে লম্বা হাতের অধিকারীও সুলতান কোশেন। অন্যদিকে বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তি হিসেবে ২০১২ সালে স্বীকৃতি পান নেপালের চন্দ দাঙ্গি। তিনি বলেন, আমি কখনও কল্পনাও করতে পারি নি, আমি এ বইয়ে নাম লেখাবো। আমি এটা নিয়ে কেবল স্বপ্নই দেখেছিলাম, কিন্তু এখনও এটা আমার কাছে এক বিস্ময়। এর আগে ২২.৫ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট ভারতের গুল মোহাম্মদের রেকর্ড ভেঙেছেন তিনি।

No comments

Powered by Blogger.