বাংলাদেশে চারটি খাতে বিনিয়োগ করবে মালয়েশিয়া

বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের চারটি খাত চিহ্নিত করেছে মালয়েশিয়া। গতকাল দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পবিষয়ক উপমন্ত্রী দাতুক লি চি লিওং বলেছেন, যে চারটি খাত আমরা বিবেচনা করছি তা হলো বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন্স, শিক্ষা ও পর্যটন খাত। তিনি আরও বলেন, বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশের জ্বালানি ও টেলিকমিউনিকেশন্স খাতে বিনিয়োগ করছে। মালয়েশিয়ায় চলমান তিন দিনের শোকেস বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে বার্নামা। তিনি আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হওয়ার কারণে বাংলাদেশে মালয়েশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বৃদ্ধি করা হতে পারে। গত বছর বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যের পরিমাণ মোট ৫২৯ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত। আর চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যে বাণিজ্য হয়েছে ৩৪৩ কোটি রিঙ্গিত। অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য বড় অঙ্কের ইনভেস্টমেন্ট প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশ শীর্ষ ১০ বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে মালয়েশিয়া একটি। তবে সেখানে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে দ্রুত প্রগতিশীল উৎপাদন, সেবা ও অবকাঠামো খাতগুলোতে মালয়েশিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.