রবীন্দ্র-নজরুলজয়ন্তী by মহিবুল আরিফ



উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিরসরাইয়ে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে উদ্যাপিত হলো রবীন্দ্র-নজরুলজয়ন্তী।
৬ জুলাই মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং দুই কবির কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মো. শাহদাত হোসেন, কবি মাহমুদ নজরুল, মাইনুদ্দীন সেলিম, সংগীত শিক্ষক লিপিকা রায় ও শারফুদ্দীন কাশ্মীর।
বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় লিপিকা রায়, মল্লিকা, ফজলুল, নিরুপা, বাঁধন, ইউসরা, শৈলী, তুহিন, সুলতানা, সোহাগ, রিনি, নাঈম, লক্ষ্মণ, আরিফ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দীন।
সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি অধ্যাপক বোরহান উদ্দীন।

No comments

Powered by Blogger.