সিরিয়ায় ঘাঁটি গেড়েছে পাকিস্তানি তালেবান

পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) নেতা মোহাম্মাদ আমিন জানিয়েছেন, সিরিয়ায় ঘাঁটি গেড়েছেন তাঁরা। সাবেক আফগান যোদ্ধারা তাঁদের এ কাজে সহযোগিতা করেছে।
ছয় মাস ধরে তাঁরা সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন তিনি। তবে পাকিস্তান সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
সিরিয়ার টিটিপির শাখার সমন্বয়ক আমিন বিবিসিকে বলেন, সিরিয়ায় গত দুই মাসে অন্তত ১২ জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞকে পাঠানো হয়েছে। তাঁরা নানা তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাঠিয়েছেন। ছয় মাস ধরে তাঁরা সিরিয়ায় 'জিহাদের প্রয়োজনীতা' পর্যবেক্ষণ করছেন। আমিন বলেন, 'আফগানিস্তানে আগে যুদ্ধ করেছেন আমাদের এমন বন্ধুরাই ঘাঁটি তৈরিতে সহযোগিতা করেছেন। সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ডজন ডজন পাকিস্তানি যোদ্ধা অপেক্ষা করছে। তবে আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, বর্তমানে সিরিয়ায় অনেক যোদ্ধা রয়েছে। কাজেই এ মুহূর্তে সেখানে আর লোকের প্রয়োজন নেই।'
সাম্প্রদায়িক কারণেই পাকিস্তানি তালেবান সিরিয়ায় ঘাঁটি গাড়ছে- দাবি করে আমিন বলেন, সিরিয়ার সুনি্ন মতাবলম্বীদের শিয়া শাসকদের নিপীড়নের হাত থেকে বাঁচাতেই তাঁরা সেখানে গেছেন। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.