দৈনন্দিন বিজ্ঞান-ফার্নিচার থেকে বিষ

আলোচিত একটি রাসায়নিক বিষের নাম হলো ফরমাল্ডিহাইড। বাসায় ব্যবহৃত যেসব জিনিস থেকে সবচেয়ে বেশি পরিমাণে ফরমাল্ডিহাইড তৈরি হতে পারে, তার মধ্যে মশার কয়েল, সিগারেট, ফার্নিচারে ব্যবহৃত পলিশিং বস্তু, ফল বা সবজিতে ব্যবহৃত ফরমালিন ইত্যাদি অন্যতম।
এগুলোর মধ্যে মশার কয়েল থেকে সবচেয়ে বেশি ফরমাল্ডিহাইড তৈরি হয়। কিন্তু ফার্নিচার থেকেও কম ফরমাল্ডিহাইড ছড়ায় না বাসার বায়ুমণ্ডলে। ফার্নিচার পলিশ করার জন্য কাঠপচন রোধ করার সময় ফরমাল্ডিহাউড বা ফরমালিন ব্যবহার করা হয়। বাসার বায়ুমণ্ডলে ফরমাল্ডিহাইড যদি প্রতি এক কোটি অন্যান্য ধূলিকণার মধ্যে একটি বা তার কম থাকে তবে তা ক্ষতিকর নয়। কিন্তু বর্তমানে আসবাবপত্র থেকে ফরমাল্ডিহাইড ছড়ানোর ফলে তা বেড়ে যায় তিন গুণ বা তারও বেশি, যা অবশ্যই ক্ষতিকর। ফরমাল্ডিহাইড শরীরে খুব বেশি পরিমাণে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তা ছাড়া বায়ুমণ্ডলে ফরমাল্ডিহাইডের পরিমাণ কম হলেও তা শরীরের জন্য ক্ষতিকর। অ্যালার্জি, অ্যাজমা, হাঁপানি, খাদ্যনালির ক্ষত, চোখ থেকে পানি ঝরা ইত্যাদি সমস্যা তৈরি হয় ফরমাল্ডিহাইডের জন্য। শুধু ফার্নিচার থেকে নয়, বাসার দেয়ালের রং, ফ্লোরের ফিনিশিং বস্তু এবং অন্যান্য ভার্নিশিং বস্তু থেকেও ফরমাল্ডিহাইড তৈরি হয়। আর মাছ পচন রোধের জন্য যে ফরমালিন ব্যবহার করা হয় তার ক্ষতিকর মাত্রা আরো অনেক বেশি। এতে শতকরা ৪০ ভাগ ফরমাল্ডিহাইড থাকে, যা খেলে যেকোনো মানুষ তৎক্ষণাৎ মারা যেতে পারে।

No comments

Powered by Blogger.