ইরাকে সহিংসতায় নিহত ৪৭

ইরাকের কয়েকটি স্থানে গত শুক্রবার সহিংসতায় অন্তত ৪৭ জন মারা গেছে। এর মধ্যে উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে একটি ক্যাফেতে আত্মঘাতী হামলায় মারা গেছে কমপক্ষে ৩৮ জন। পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানী বাগদাদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে কিরকুকে শুক্রবার আত্মঘাতী হামলা হয়। ইফতারের পর মানুষজন রাস্তায় নেমে এলে ব্যস্ত ওই ক্যাফেতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ইব্রাহিম শাকুর জানান, হামলায় ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। এই হামলার পর কিরকুকের প্রায় সব ক্যাফে বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকালে ইরাকের কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা হয়েছে। বাগদাদ, মসুল ও বাকুবায় পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য মারা গেছে। জঙ্গি হামলায় এ বছর আড়াই হাজারের বেশি লোক মারা গেছে ইরাকে। এর মধ্যে এ মাসেই নিহত হয়েছে অন্তত ৩০০ জন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.