পরিবেশদূষণের শাস্তি মৃত্যুদণ্ড!

চীনে পরিবেশ-সংক্রান্ত আইন ও বিধির সম্পূরক একটি নতুন বিচারিক ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী গুরুতর পরিবেশদূষণের অপরাধে কাউকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। গত বুধবার থেকে নতুন এ ব্যাখ্যা কার্যকরও হয়েছে।
সুপ্রিম কোর্ট ও পরিবেশ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি যৌথভাবে গত মঙ্গলবার এ ব্যাখ্যা দেন।
সুপ্রিম কোর্ট, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি এবং জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, নতুন ব্যাখ্যা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তার অধিকার নিশ্চিত করবে এবং পুলিশ পরিবেশদূষণকারী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। তা ছাড়া পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোকে পুলিশ নিবিড়ভাবে সহায়তা দেবে। বিষাক্ত পদার্থ ও বিপজ্জনক আবর্জনার নির্গমনসহ পরিবেশদূষণ-সংশ্লিষ্ট স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হবে। পর্যবেক্ষণকারীদের প্রতিদিনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণমূলক উপাত্তগুলো বিচার বিভাগে সরবরাহ করা উচিত। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.