কীভাবে এল সাঁতারপুল

পৃথিবীর ইতিহাসে প্রথম সাঁতারপুলটি কোথায় তৈরি হয়েছিল, জানেন? আমাদের এই উপমহাদেশে। আজকের পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে চলা সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতা মহেঞ্জোদারোয় যে ইতিহাসের প্রথম গণসাঁতারপুল তৈরি হয়েছিল, সে ব্যাপারে প্রত্নতত্ত্ববিদেরা একমত।
খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে তৈরি হওয়া গণসাঁতারপুলটির দৈর্ঘ্য ১২ মিটার ও প্রস্থ সাত মিটার ছিল বলে মতামত প্রত্নতত্ত্ববিদদের। এর গভীরতা ছিল প্রায় আট ফুট। সবচেয়ে অবাক করা বিষয়, প্রাচীন মহেঞ্জোদারো সভ্যতায় এই সাঁতারপুল তৈরি হয়েছিল সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য। সেখানে মানুষজন ছুটে যেতেন কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার জন্য। আরও মজার বিষয় হচ্ছে, ওই সাঁতারপুল থেকে দূষিত পানি বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। ব্যবস্থা ছিল গরম পানির; এ ছাড়া বাষ্পস্নানেরও একটা ব্যবস্থা ছিল বলে ধারণা পাওয়া যায়।
 দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.