চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে শুরু হয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাবের চার দিনব্যাপী আবাসন মেলা।
গতকাল দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপ-সিডিএর চেয়ারম্যান আবদুচ সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব চেয়ারম্যান সংসদ সদস্য নসরুল হামিদ ও সিএমপি কমিশনার মো: সফিকুল ইসলাম। ‘দেশের জন্য সবুজ’ এই স্লোগান নিয়ে সপ্তমবারের মতো চট্টগ্রামে আবাসন মেলার আয়োজন করেছে রিহ্যাব।

উদ্বোধন অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও এতে যোগ দেননি। মেলার উদ্বোধনকালে সিডিএ চেয়ারম্যান আবাসন ব্যবসার সাথে জড়িত সবাইকে সিডিএর নিয়ম মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। তিনি একই সাথে লোভ ত্যাগ করে সততার সাথে ব্যবসায় করা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে এককালীন ৫০ টাকা এবং মাল্টিপল ১০০ টাকা। এবারের মেলায় ৬৮টি আবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

No comments

Powered by Blogger.