হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিনের ঘটনায় বিচারককে তলব

ঋণ কেলেঙ্কারির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জামিন পাওয়ার ঘটনায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জহুরুল হককে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ১৮ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে জামিন দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

এর আগে গত সোমবার হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। এ ছাড়া  ওই দিন ১১ মামলায় জামিন পাওয়া জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক সপ্তাহের মধ্যে ঢাকা জেলা প্রশাসক, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জহুরুল হক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১১ মামলায় জামিনের নথিপত্রও তলব করেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

No comments

Powered by Blogger.