কামারুজ্জামান ও কাদের মোল্লার প্রেস কাব সদস্যপদ বাতিল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের জাতীয় প্রেস কাবের সদস্যপদ বাতিল করা হয়েছে।
গতকাল প্রেস কাবের নির্বাহী কমিটির এক বৈঠকে তাদের সদস্যপদ বাতিল করা হয়। জাতীয় প্রেস কাবের সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, জাতীয় প্রেস কাবের গঠনতন্ত্রের ১৩/ক, ১২/ক ও ৩৪ ধারা অনুযায়ী সর্বসম্মতিক্রমে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গত শুক্রবার এ দাবি জানানোর পর গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ৫ ফেব্রুয়ারি আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

একই ট্রাইব্যুনালে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার  চলছে।

আবদুল কাদের মোল্লা অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন। মুহাম্মদ কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স অর্জনের পর সাংবাদিকতায় যুক্ত হন এবং সর্বশেষ সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক ছিলেন। আবদুল কাদের মোল্লা দৈনিক সংগ্রামের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন।

No comments

Powered by Blogger.