বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ব্যয় সীমার মধ্যে রাখতে হবেঃ শিামন্ত্রী

শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও টিউশন ফির পরিমাণ সর্বস্তরের শিক্ষার্থীদের সাধ্যের সীমার মধ্যে রাখতে হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় শিামন্ত্রী এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, সরকার পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য রাখতে চায় না। উচ্চশিক্ষা বিস্তারে সবার সমান ভূমিকা রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শিামন্ত্রী বলেন, সমকালীন বিশ্বের সাথে তাল মিলিয়ে দ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার েেত্র শিার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিায় শিতি হতে হবে।

সমাবর্তন অনুষ্ঠানে ৬৬৯ জন শিার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাঁচজন শিার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের  চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক-শিকিা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.