আওয়ামী লীগের অনুষ্ঠানে নয়া দিগন্তসহ ৬ মিডিয়া নিষিদ্ধ

শাহবাগ আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে এবার আওয়ামী লীগের অনুষ্ঠানেও ছয়টি পত্রিকা ও টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এগুলো হলো : নয়া দিগন্ত, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সংগ্রাম ও দিনকাল।
গতকাল বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির অফিসে ক্ষমতাসীন ১৪ দলের বৈঠক ছিল। ওই অনুষ্ঠান কভার করতে আসা এ ছয় মিডিয়ার সাংবাদিকদের নিষেধাজ্ঞার খবর জানিয়ে অনুষ্ঠান কভার করতে দেয়া হয়নি। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে অফিসের গেটে একটি তালিকাও দেয়া হয়।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মৃণালকান্তি দাস নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠানের এক সাংবাদিককে জানান, এ ব্যাপারে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সে জন্য এই ছয় মিডিয়ার কোনো সাংবাদিককে দলের কোনো  অনুষ্ঠান কভার করতে না আসার পরামর্শ দেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান কভারে উপরোল্লিখিত মিডিয়াগুলোর ওপর নিষেধাজ্ঞা ছিল। উল্লেখ্য শাহবাগ আন্দোলনে আহ্বানের পর গত মঙ্গলবার দুপুরে নয়া দিগন্ত অফিসে জয়বাংলা সেøাগান দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

No comments

Powered by Blogger.