খালেদার ভারত সফরে আওয়ামী লীগের স্বপ্ন ভেস্তে গেছে: মওদুদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফর সফল হওয়ায় দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের নির্বাচন করার স্বপ্ন ভেস্তে গেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।


৭ নভেম্বর উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত আলোচনা সভায় মওদুদ এ দাবি করেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে বিশ্বের কোনো দেশের সমর্থন নেই। তার পরও আওয়ামী লীগ মনে করেছিল, ভারত তাদের সমর্থন দেবে। কিন্তু তাদের সে স্বপ্ন ভেস্তে গেছে। এখন তারা আরও একা হয়ে গেছে।
আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, বিএনপি আপাতত সংঘাতময় কোনো আন্দোলনে যাবে না। যে আন্দোলন চলছে, এতেই একদিন সরকার নির্দলীয় ব্যবস্থা ফিরিয়ে আনতে বাধ্য হবে। জিসাসের চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান, অভিনেত্রী রেহেনা আক্তার, জিসাসের মহাসচিব মতিয়র রহমান প্রমুখ।

No comments

Powered by Blogger.